রামেক হাসপতালে করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৫:১৯ অপরাহ্ণ

রামেক হাসপতালে করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু
apps

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া পাঁচজনের করোনার উপসর্গ ছিল। রাতে তাঁরা মারা গেছেন। এদের মধ্যে দুইজন মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আর একজন করে মারা গেছেন হাসপাতালের ২৫, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে। করোনা রোগীদের ওয়ার্ড তিনটিতে রাখা হয়।

ডা. সাইফুল ফেরদৌস জানান, এ পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে। পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর মরদেহ স্বাস্থ্যবিধি মেনেই দাফন করতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে করোনার উপসর্গে এই হাসপাতালে তিনজন মারা যান। বুধবার রাতে মারা যান পাঁচজন। গত সোমবার ও মঙ্গলবার দুইদিনে করোনা পজিটিভ তিনজন মারা যান।

শনিবার রামেক হাসপাতালে ৫৪ জন করোনা রোগী ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে ছিলেন আরও ৩৭ জন। করোনা পজিটিভ ছয়জনকে রাখা হয়েছে আইসিইউতে। এছাড়া উপসর্গ নিয়েও তিনজন আইসিইউতে আছেন।

এদিকে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ দিন বিভাগের রাজশাহীতে ৭৪ জন, নওগাঁয় একজন, জয়পুরহাটে ১২ জন, বগুড়ায় আটজন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৪২ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, জয়পুরহাটের দুইজন, বগুড়ার ১১ জন এবং পাবনার ১৫ সুস্থ হয়েছেন। বিভাগের আট জেলায় করোনায় এ পর্যন্ত ৪২১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৯৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৯৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২১৬ জন কোভিড-১৯ রোগী।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com