রাবি’র ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র বিফ্রিং প্যারেড

শনিবার, ২৩ জুলাই ২০২২ | ৫:১৫ অপরাহ্ণ

রাবি’র ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র বিফ্রিং প্যারেড
apps

আগামী ২৫-২৭ জুলাই ২০২২ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।প্রস্তুতির অংশ হিসেবে আজ ২৩ জুলাই সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা প্রদানকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, প্রত্যেক অফিসার ফোর্স ভদ্রতা ও শালীনতা বজায় রেখে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ব্যাগ ও দেহ তল্লাশী করবেন। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অত্যন্ত ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং দৃঢ়তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Development by: webnewsdesign.com