ট্রেনে অতিরিক্ত বগি লাগানোর দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছে রাবির ভতি ইচ্ছুক পরীক্ষার্থীরা। বুধবার বিকেল ৪টা থেকে অবরোধ শুরু করেন তাঁরা।ট্রেনটি ওই সময়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা। অবরোধের কারণে এখনো স্টেশনে আটকে রয়েছে ট্রেনটি।
এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এসে রাত ১১টার মধ্যে সকল পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলেও তাতে রাজি হননি পরীক্ষার্থীরা।ট্রেনে অতিরিক্ত বগি লাগানোর দাবিতে পরীক্ষার্থীদের অবরোধ।অন্যদিকে পরীক্ষার্থীরা এখনো ট্রেনটি অবরোধ করে রেখেছেন। ট্রেনটি ছাড়ার অপেক্ষায় রয়েছেন ভেতরে থাকা যাত্রীরাও।
এ বিষয়ে জিএম অসীম কুমার বললেন, পরীক্ষার জন্য অতিরিক্ত ৩ লাখ মানুষ এসেছেন। সবাইকে ট্রেনে নেওয়া সম্ভব না। পদ্মার যাত্রী ওঠার পর অতিরিক্ত ৫০০-৬০০ শিক্ষার্থী এসেছে। কীভাবে নিব? আমার শেষ সামর্থ্য অনুযায়ী একটা কোচ সংযুক্ত করলাম। ১০৫টা সিট, ২৫০ জনকে নেওয়া সম্ভব। বাকিদের রাতে ও সকালে পাঠাব।
Development by: webnewsdesign.com