রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা কবে নেবে এবং কিভাবে নেবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে যতই দিন যাচ্ছে ততো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা।
তবে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় রাবিতে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি জানান, আগামী ২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হলেই কেবল জানা যাবে কবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।
Development by: webnewsdesign.com