রাবিতে ছাত্রলীগের নৈরাজ্য বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন

সোমবার, ২২ আগস্ট ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ

রাবিতে ছাত্রলীগের নৈরাজ্য বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন
apps

রাবিতে ছাত্রলীগের ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়ণসহ ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম এবং ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজকের প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।(২২ আগস্ট) সোমবার সকাল ১০.৩০টা থেকে ১১.৩০ পর্যন্ত ঘন্টাব্যাপী রাবির সিনেট ভবনের পাশে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খাঁন এর সঞ্চালনায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর সালেহ হাসান নকীবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আক্তার হোসেন মজুমদার, অভিভাবক মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈমুল ইসলাম নাইম, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অবিলম্বে শান্তিমুলক ব্যাবস্থা গ্রহণের দাবি জানানো হয়।ব্যাবস্থা নিতে ব্যর্থ হলে আগামীতে সম্মিলিতভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com