রাবিতে ছয় দিনে ভর্তির আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৬:৩৮ অপরাহ্ণ

রাবিতে ছয় দিনে ভর্তির আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ
রাবিতে ছয় দিনে ভর্তির আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ
apps

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রথম ছয়দিনে আবেদন জমা পড়েছে দুই লাখ ৪০ হাজার। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টা পর্যন্ত এ আবেদন জমা পড়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনটি ইউনিটে মোট দুই লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৯০ হাজার ৭৫৩টি, ‘বি’ ইউনিটে ৫৯ হাজার ৮০০টি এবং ‘সি’ ইউনিটে ৮৯হাজার ৪৪৭টি।’

১৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। প্রাথমিকভাবে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com