রাতে বিশ্বকাপ ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ

রাতে বিশ্বকাপ ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান
apps

খেলা যাই হোক, ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই যেনো বাড়তি উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আভাস। দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেও খেলার মাঠে বিরাজ করে বাড়তি উত্তাপ। এবার তেমনই এক ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তানের দুই দল।

তাও যেনোতেনো কোনো ম্যাচ, সরাসরি কাবাডি বিশ্বকাপের ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। আজ (রোববার) সন্ধ্যায় লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে নামবে ভারত ও পাকিস্তানের কাবাডি দল।

শনিবার সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান ইরানকে এবং ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই পেয়েছে বড় ব্যবধানের জয়। অস্ট্রেলিয়াকে ৪২-৩২ পয়েন্টে ভারত এবং শক্তিশালী ইরানের বিপক্ষে ৫২-৩০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

তবে ভারত যতোটা সহজেই হারিয়েছে অস্ট্রেলিয়াকে, পাকিস্তান ঠিক ততোটা সুবিধা পায়নি। ইরানের খেলোয়াড়রা পুরো ম্যাচজুড়েই কঠিন পরীক্ষা দিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়দের। প্রতিটা রেইডেই লিড নিচ্ছিল ইরান। তবে ঘুরে দাঁড়িয়ে ২৯-১৭ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পাকিস্তান।

পরে দ্বিতীয়ার্ধে ইরানকে আর মাত্র ১১ পয়েন্ট করার সুযোগ দেয় পাকিস্তান। বিপরীতে তারা যোগ করে ২৩ পয়েন্ট। সবমিলিয়ে ৫২-৩০ ব্যবধানে জিতে পঞ্চমবারের মতো কাবাডি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় স্বাগতিকরা।

অন্যদিকে প্রথম সেমিফাইনালে সহজেই জিতেছে ভারত। যদিও পয়েন্ট ব্যবধান বলছে ৪২-৩২, তবু জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। অস্ট্রেলিয়া অবশ্য তাদের প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে টানা ৪টি পয়েন্ট পেয়েছিল তারা।

তবে সেসবে ঘাবড়ে না গিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে ভারত। যার সুবাদে সপ্তমবারের মতো কাবাডি বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়েছে তারা। আজ সন্ধ্যায় জানা যাবে, কাদের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি।

Development by: webnewsdesign.com