রাণীশংকৈলে ৩০ বছর পর ইউএনও হস্তক্ষেপে বিধবা ভাতা পেলেন অঞ্জনা বালা

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ

রাণীশংকৈলে ৩০ বছর পর ইউএনও হস্তক্ষেপে বিধবা ভাতা পেলেন অঞ্জনা বালা
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অঞ্জনা বালা (৬০) অনেকের কাছে ধরনা দিয়ে অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে বিধবা ভাতাভুক্ত হলেন। গতকাল সোমবার ১৭ জানুয়ারি বিকেলে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির সমাজসেবা কর্মকর্তাকে ডেকে এ ভাতার ব্যবস্থা করে দেন।

অঞ্জনা বালা উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের মৃত সোনা রামের স্ত্রী। সোনা রাম ১৯৮৭ সালে সাপের কামড়ে মারা যায়। স্বামীহারা হয়ে ২ ছেলে ১ মেয়েকে নিয়ে ৩০ বছর ধরে অনেক কষ্টের মধ্যে অঞ্জনা সংসার চালিয়ে আসছিলেন। এত বছর ধরে তিনি বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের কাছে আবেদন করেও শেষ পর্যন্ত ভাতা পাননি। কাউকে টাকা দিতে না পারাই তার ভাতা হয়নি বলেও তিনি জানান।

অঞ্জনা বালা ইউএনও’র কাছে আবেদন নিয়ে গেলে ইউএনও সবকিছু শুনে সমাজসেবা অফিসারকে ডেকে বিষয়টি দ্রুত যাচাই বাছাই করে দেখতে বলেন।
ইউএনও’র নির্দেশের প্রেক্ষিতে সমাজসেবা কর্মকর্তা সাবের আলম যথারীতি বিষয়টি দেখে অঞ্জনাকে ভাতার আওতায় নিয়ে আসেন।

Development by: webnewsdesign.com