রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা

রবিবার, ২৮ মে ২০২৩ | ৮:৫১ অপরাহ্ণ

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা
রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৮ মে) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আ.লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির উপর কবি-গীতিকার আনোয়ারুল ইসলামের লেখা গান পরিবেশন করেন সুরকার-শিল্পি সুকুমার চন্দ্র মোদক। আরো গান পরিবেশন করেন শিল্পি নুশনাত মীম। বঙ্গবন্ধুর বিষয়ে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার-শিল্পি প্রশান্ত বসাক।পরে ইতোপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com