রায়হান আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে পাকিস্তানি বাহিনীকে যারা সহযোগিতা করেছিলেন এমন ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামসহ তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বের তালিকাভূক্ত মৌলভীবাজারের রাজাকারের নাম।
মহান বিজয় দিবসের একদিন আগে রবিবার (১৫ ডিসেম্বর) রাজাকারদের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
১. এমদাদউদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম: কাঠালতলি, পোস্ট. দণিভাগ, থানা: বড়লেখা, মৌলভীবাজার
২. রাজন আলী, গ্রাম: পাখিয়ালা, থানা: বড়লেখা, মৌলভীবাজার
৩. গউস উদ্দিন (রব), গ্রাম: পাকশাইল, ডাক: ফকিরেরবাজার, থানা: বড়লেখা, মৌলভীবাজার
৪. মাহতাব উদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম। উত্তর কুলাউড়া, থানা: কুলাউড়া, মৌলভীবাজার
৫. আলহাজ্ব মাহমুদুর রহমান চৌধুরী, (ভারত।) গ্রাম ও পোস্ট: পৃথিমপাশা, থানা: কুলাউড়া, মৌলভীবাজার
৬. নবাবজদা আলী ইয়াওর খান (ভারত) গ্রাম: রাউতগাঁও, থানা: কুলাউড়া, মৌলভীবাজার
৭. বাতির মিয়া (ভারত), গ্রাম: রামপাশা, থানা: কুলাউড়া, মৌলভীবাজার
৮. মোঃ মিসিরুল্লাহ, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার।
৯. জসিমউদ্দিন আহমেদ, পিডিপি, গ্রাম: বাদে কুবেরাই, থানা: রাজনগর, মৌলভীবাজার।
১০. সিএনএ জামান চৌধুরী পিএনএল, গ্রাম: বেকামুরা, মৌলভীবাজার
১১. আবদুল বারী চৌধুরী (ভারত), গ্রাম: শ্রীসুর্জা, থানা: কমলগঞ্জ, মৌলভীবাজার
১২. আতাউর রহমান, গ্রাম: আসরাকাপন, থানা: রাজনগর, মৌলভীবাজার
১৩. হাজী হাবিবুর রহমান চৌধুরী (সিএমএল), মৌলভীবাজার।
১৪. এ এইচ এম আসাদ গাজী, পিতা- ইসরাইল গাজী, গ্রাম: বাউলাছির, পোস্ট: শমসেরগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১৫. দেওয়ান এ রশিদ, পিতা- এল দেওয়ান, উসমানউদ্দিন, গ্রাম: শ্রীমঙ্গল টাউন, পোস্ট ও থানা: শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১৬. মুহিবুর রহমান, পিতা- আলহাজ্ব কেরমত আলী, গ্রাম: কুমারকাপন, পোস্ট: করমতনগর, থানা: কমলগঞ্জ, মৌলভীবাজার
১৭. সাজিদুর রহমান চৌধুরী, পিতা- মো. আরজাদ চৌধুরী, গ্রাম: সিরাজ নগর, পোস্ট- নারায়নচেরা, থানা- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১৮. জরিফ আহমেদ হুসেন পিডিপি, গ্রাম- ইসলামপুর, মৌলভীবাজার
১৯. আবু সুফিয়ান, পিতা- মো. খালিক, থানা- মৌলভীবাজার, মৌলভীবাজার
২০. সৈয়দ আবদুল কাহের, গ্রাম-রামপাশী, থানা- কমলগঞ্জ, মৌলভীবাজার
২১. মো. আব্দুল সাত্তার, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার
২২. মোহাম্মদ মুছেফর ইসলাম (জামায়াতে ইসলাম)
২৩. এনামুল হক, সিও ডিভিশন, বড়লেখা, মৌলভীবাজার
২৪. মাহতাবুর রহমান চৌধুরী, সহকারী, বড়লেখা থানা ম্যাজিস্ট্রেট অফিস, মৌলভীবাজার
২৫. ফকলিশ উদ্দিন, সহকারী এসডি, মৌলভীবাজার, সিলেট।
২৬. আব্দুল মান্নান, সহকারী, সিও ডিভিশন, কমলগঞ্জ, মৌলভীবাজার
২৭. আমিন আলী, সিও রেভিনিউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
২৮. আ ন ম ইউসুফ, পিতা- আব্দুল গণি, গ্রাম-দাউদপাড়া, থানা-কুলাউড়া, মৌলভীবাজার
Development by: webnewsdesign.com