রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘এ’ ইউনিটের দুই হাজার ১৯ আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ জন। সেই হিসাব অনুযায়ী প্রতি আসনের জন্য পরীক্ষায় বসেছেন ৩২ জন। মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের আসন বরাদ্দে ৬০ শতাংশ এইচএসসিতে মানবিক বিভাগ থেকে পাস করে আসা শিক্ষাদের্থীর জন্য এবং ৪০ শতাংশ এইচএসসিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য।‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে বাংলায় ৩৫ নম্বর, ইংরেজিতে ৩৫ নম্বর ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাণিজ্য শাখার, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এ বিজ্ঞান শাখার, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ এ মানবিক শাখা শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।
Development by: webnewsdesign.com