রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ অক্টোবর) রাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী নির্বাচন কমিটি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
নৃ-গোষ্ঠী কোটায় সাক্ষাৎকারে জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র আনতে হবে-
১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড।
২. পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র।
৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গোত্র প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র/প্রমাণপত্রসহ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র/প্রমাণপত্র।
প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে একবার অংশগ্রহণ করতে হবে। তিনটি পৃথক বোর্ডে রোল নম্বরের ক্রমানুসারে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। তালিকায় তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধনযোগ্য।
Development by: webnewsdesign.com