রাজশাহী বিভাগে একদিনে ৫৮ জনের করোনা শনাক্ত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:১৪ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে একদিনে ৫৮ জনের করোনা শনাক্ত
apps

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭০ জন।

রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৮৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৫ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৬৬৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৬০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় ২ জন, নাটোরে ৮ জন, বগুড়ায় ৩৪ জন ও সিরাজগঞ্জে ২ জন। কিন্তু এ দিন জয়পুরহাট ও পাবানয় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৫৬০ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭৫ জন, নওগাঁয় ১ হাজার ২৯২ জন, নাটোরে ৯৮৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৭ জন ও পাবনায় ১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৯ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ হাজার ৬৬৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৫২২, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ১৮৪ জন, নাটোরে ৮২৯ জন, জয়পুরহাটে ১ হাজার ৮ জন, বগুড়ায় ৬ হাজার ৬৬৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৭২৭ জন ও পাবনায় ১ হাজার ১৮ জন।

Development by: webnewsdesign.com