আজ রোববার (৫ ডিসেম্বর) থেকে রাজশাহীতে সাতটি পয়েন্টে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মধ্যে নগরীর পাঁচটি পয়েন্ট ছাড়াও উপজেলার পুঠিয়া ও গোদাগাড়ীতে টিবিটির পণ্য বিক্রি করা হবে।
রাজশাহী টিসিবি সূত্রে জানা গেছে, দ্রব্য মূল সহনীয় পর্যায়ের রাখার লক্ষ্যে টিবিরি পক্ষ থেকে সুয়াবিন তেল, চিনি, মসুরের ডাল ও পেঁয়াজ বিক্রি করা হবে।
মহানগরীর পাঁচটি পয়েন্টগুলো হলো- নওদাপাড়া, রাজিব চত্বর, চিড়িয়াখানার সামনে, ভদ্রা পার্কের সামনে ও রাণী বাজারে টিসিবির ডিলাররা পণ্য বিক্রি করবে। একজন ডিলার টিসিবির পণ্য পবেন ৫০০ লিটার সুয়াবিন তেল, ২০০ কেজি চিনি ও পেঁয়াজ ও মসুরের ডাল মিলে ৮০০ কেজি।
Development by: webnewsdesign.com