রাজশাহী নগনীতে ধসে পড়েছে চারতলা ভবন। (২০জুন) রোববার বেলা ৩টার দিকে মহানগরীর ১৬নং ওয়ার্ড কয়েরদারা খ্রিস্টান পাড়ায় নির্মাণাধীন এই চারতলা ভবন ধসে পড়ে।
তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে রাজশাহী ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বিমান চত্বর থেকে সিটি বাইপাশ পর্যন্ত রাস্ত হবে। এর মধ্যে তার বাড়ি গুলো উপর দিয়ে রাস্তা হবার কথা রয়েছে। যাহার ফলে তরিঘরি করে ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন করছিলেন। শুধু এই ভবন ঝুঁকি পুর্ণ না তার সব ভবন মার্কেট ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে।
তারা জানায়, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত্যু আক্তারুজ্জামান বাবলুর। ভবনে কোন লোকজন না থাকলেও তিনটা কার ও দুইটা ভ্যান ছিল। সেগুলো ভবনের নিচে চাপা পড়ে আছে।
দমকল কর্মীরা জানায়, খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হই। আমার গিয়ে সেখানে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি। কোন মানুষ সেখানে চাপা পড়েনি। তবে ভবনটি নির্মাণে প্ল্যান্ট ছাড়াই নিম্নমানের সাম্রগী ব্যবহার করা হয়েছে।
Development by: webnewsdesign.com