রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন
apps

‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্য ধারণ করে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় এসবের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা দেয়া হয়। আঞ্চলিক নির্বাচন কার্যলয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলায় ও নগরীর দুই থানা নির্বাচন অফিস একত্রে এসব আয়োজন করে।

পাশাপাশি রাজশাহীর ৯টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলাদাভাবে দিবসটি উদযাপন হচ্ছে।

Development by: webnewsdesign.com