রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
apps

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর। বুধবার সকালে মুক্তিযুদ্ধ পাঠাগারে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মুক্তিসংগ্রামের সকল শহীদ এবং নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরাবতা পালন করা হয়।

করোনা পরিস্থিতির কারনে সল্প পরিসরের এ আয়োজনে উপস্থিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী মহানগর নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সুজিত সরকার, জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা কমিটির সহ সভাপতি এড. জোছনা বেগম, মহানগর নির্বাহী সদস্য ছাত্রনেতা তামিম শিরাজী, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

Development by: webnewsdesign.com