রাজনৈতিক দলের ছবি রাখা যাবে না প্রোফাইল পিকচারে

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ

রাজনৈতিক দলের ছবি রাখা যাবে না প্রোফাইল পিকচারে
apps

রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল দিন কয়েক আগেই। এর পরেই কড়া সিদ্ধান্ত নিল সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক। ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনো রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা যাবে না। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

তার আগে কড়া সিদ্ধান্ত নেওয়া হলো। ফেসবুক এই নির্দেশিকা জারি করেছে তাদের কর্মীদের জন্য। ফেসবুকের কোনো কর্মী রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।

এ ছাড়াও বিতর্কিত কোনো ইস্যু, যেমন প্ল্যাক লাইভস ম্যাটারের মতো কোনো ঘটনাকে সামনে রেখে প্রোফাইল পিকচার তৈরি করা যাবে না বলে জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ফেসবুকের কোনো কর্মী কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা প্রকাশ করা যাবে না। নিরপেক্ষ থাকাই লক্ষ্য ফেসবুকের।

Development by: webnewsdesign.com