রাজনীতি পরিহার করে ঐক্যের আহ্বান বুশের

রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | ১:৪২ অপরাহ্ণ

রাজনীতি পরিহার করে ঐক্যের আহ্বান বুশের
apps

নাইন ইলেভেন হামলার ২০ বছর পূর্তিতে মার্কিন জনগণকে বিভক্তির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শনিবার পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে আয়োজিত স্মরণসভায় অংশ নিয়ে আফগান যুদ্ধের কারিগর এ আহ্বান জানান।

সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের উদ্দেশে বুশ বলেন, আমরা আপনাদের দুঃখ বুঝি এবং আমরা তাদের সম্মান জানাতে চাই যাদেরকে আপনারা দীর্ঘদিন ভালেবেসে যাচ্ছেন। বুশ আরও বলেন, যখন আমেরিকানদের ঐক্যের বিষয়টি সামনে আসে, সেইদিনগুলো থেকে আমরা অনেক দূরে আছি মনে হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর মার্কিন জনগণের মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, একই ঐক্য নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। নাইন ইলেভেন হামলার পর আমেরিকার লোকজন হাতে হাত ধরে পরিস্থিতি মোকাবিলা করেছিল। তবে কোনো বিভক্তিই ১১ সেপ্টেম্বরে নিহত মানুষের ত্যাগের ঘটনাকে ম্লান করতে পারেনি বলে উল্লেখ করেন বুশ।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বিমান হামলা চালানো হয়। এতে আল কায়েদা জড়িত বলে দাবি করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

হামলায় ১৯ জন হামলাকারীসহ মোট দুই হাজার ৯৯৬ জন নিহত হন। এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দুটি বিমান হামলায় মারা যান দুই হাজার ৭৬৩ জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে ৩৪৩ জন দমকলকর্মী এবং ৬০ জন পুলিশ সদস্যও নিহত হন। চারটি হামলায় সম্মিলিতভাবে ৭৮টি দেশের মানুষ নিহত হন।

নাইন-ইলেভেনের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। হামলার পর প্রথম দিনেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধস নামে। এক মাসেই চাকরি হারান এক লাখ ৪৩ হাজার মানুষ। ধারণা করা হয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় আনুমানিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছিল।

Development by: webnewsdesign.com