রাজধানী থেকে ৬০ লাখ টাকা উদ্ধার

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

রাজধানী থেকে ৬০ লাখ টাকা উদ্ধার
apps

রাজধানীর বনানীর বাংলা ট্র্যাক কোম্পানি লিমিটেডের অফিসের লকার ভেঙে প্রায় ৬০ লাখ টাকা চুরি করেছে কর্মচারীরা।

এ অভিযোগে বুধবার নর্দা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ লাখ ৯০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হল- মোঃ জাকির হোসেন (২৮), মোঃ লিটন মিয়া (৩৪), মোঃ আরিফ হোসেন (২১), মোঃ আসাদুল ইসলাম (২৭)।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ৩০ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারির মধ্যে বনানীর বাংলা ট্র্যাক কোম্পানি লিমিটেডের অফিসের লকার ভেঙে আনুমানিক ৬০ লাখ টাকা চুরি করে। এ ঘটনায় রাশেদ আল আমিনের অভিযোগের প্রেক্ষিতে গত ০৪ ফেব্রুয়ারি বনানী থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মামলার রহস্য উদঘাটনসহ চোরাই টাকা উদ্ধার ও চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই ওই অফিসের কর্মচারী বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত প্রত্যেকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

Development by: webnewsdesign.com