রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে চার হাজার ইয়াবাসহ আটক ৬

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে চার হাজার ইয়াবাসহ আটক ৬
apps

রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে চার হাজার ২৬০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলো- মো. শামসুল আলম (৩৫), মো. রফিকুল ইসলাম (৫৯), মোছা. ইয়াছমিন আক্তার (৩২), কাওছার মনি(২৩), মো. মনোয়ার হাসান(৩২) ও মো. মামুন মিয়া(২১)।

 

 

 

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আব্দুল্লাহপুর বাসট্যান্ড এলাকা থেকে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির তিন লাখ ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ও দুটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।

 

 

 

এছাড়া যাত্রাবাড়ী থেকে এক হাজার ২০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ও ৯ হাজার ৮০০ টাকাসহ দুই জনকে আটক করে র‌্যাব-১০।

শাহরিয়ার জিয়াউর রহমান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটকরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

Development by: webnewsdesign.com