রাগীব আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগীতা করুন: আলী হোসেন সরকার

বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ | ৬:২২ অপরাহ্ণ

রাগীব আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগীতা করুন: আলী হোসেন সরকার
apps

সিলেটের আলোচিত দানবীর রাগীব আলীকে নিয়ে একেরপর এক সাজানো ষড়যন্ত্র। সিলেটের একটি মহল সর্বদাই ওই দানবীরের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যিনি বাংলাদেশ সরকারের উন্নয়নের পাশাপাশি তার সামর্থ অনুযায়ী সিলেটের বিভিন্ন এলাকায় উন্নয়ন করে যাচ্ছেন। যার প্রতিষ্টান গুলোতে কাজ করে সিলেটসহ দেশে বিভিন্ন এলাকার লোকজন তাদের পরিবার চালাচ্ছে। রাগীব আলীর স্বাস্থ্য প্রতিষ্টান যে খানে সল্প মূল্যে চিকিৎসা নিচ্ছেন দারিদ্র লোকজন। রাকীব আলীর প্রতিষ্টিত সিলেটের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ব বিদ্যালয় ‘লিডিং ইউনির্ভাসিটি’ সেই প্রতিষ্টানে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করছেন অনেকে। এছাড়া অনেক পুরানো শিক্ষা প্রতিষ্টান রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ। এই সকল প্রতিষ্টানে হাজার হাজার লোকজন চাকুরি করছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রাধান সম্পাদক আলী হোসেন সরকার বলেন, একজন ভালো মানুষের পিছনে কেন জানি একটি মহল সুনাম নষ্ট করার জন্য ঝাঁপিয়ে লেগেছেন। রাগীব আলীর মতো একজন দানবীর ও বুদ্ধিজীবি তৈরি করা অনেক কষ্ট। কিন্তু তাকে নষ্ট করা কোন ব্যাপারই না। রাগীব আলীর মতন সেই রকম দানবীর ব্যাক্তি সিলেট বিভাগের ভিতরে আরেকজন নেই। নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছোট খাটো কিছু বিষয় নিয়ে মানহানী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল। কেউ যদি পারে রাগীব আলীর মতন এরকম সাধারণ মানুষের কর্মসংস্থান ও দান দক্ষিনার মহত উদ্দেশ্য পালন করে দেখান। অযথা ছোট খাটো বিষয় নিয়ে উনার ভাব মূর্তি কুন্ন করিলে ইহাতে দেশ ও জনতার ক্ষতি হবে। আমি আশা করবো ছোট খাটো বিষয় নিয়ে একজন মহৎ মানুষের বিরুদ্ধে মানহানী কুন্ন করার চেষ্টা না করে তাকে সহযোগীতা করুন।

Development by: webnewsdesign.com