রসায়নে নোবেল পেলেন দুই নারী

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ৮:০৬ অপরাহ্ণ

রসায়নে নোবেল পেলেন দুই নারী
apps

জীবন পুনঃলিখনের তত্ত্ব দিয়ে এ বছর রসায়নে যৌথভাবে নোবেলে পেয়েছেন দুই নারী রসায়নবিদ। তারা হলেন ইমানুয়েল শার্পেন্তি ও জেনিফার ডুডনা। জিন সম্পাদনার পদ্ধতি উদ্ভাবন করে বিশেষ অবদান রেখে নোবেল জয় করেছেন তারা।

ইমানুয়েল শার্পেন্তি জার্মানির বার্লিনে ম্যাক্স প্লাক ইউনিট ফর সায়েন্স অব প্যাথোজিনের পরিচালক। ১৯৬৮ সালে ফ্রান্সে ইমানুয়েলের জন্ম।এদিকে, জেনিফার এ. ডুডনা যুক্তরাষ্ট্রের ইউসি বেরকেলেইর অধ্যাপক। তার জন্ম ওয়াশিংটন ডিসিতে, ১৯৬৪ সালে।

প্রেস বিজ্ঞাপ্তিতে নোবেল কমিটি জানায়, জিন সম্পাদনার কৌশল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা। এ দুই বিজ্ঞানী জিন সম্পাদনার জন্য এখন পর্যন্ত সবচেয়ে সূক্ষ্ম প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নিজেদের উদ্ভাবিত জেনেটিক সিজর (সিআরআইএসপিআর/সিএএস-নাইন) বা জেনেটিক কাঁচি ব্যবহার করে তারা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ খুবই দক্ষতার সঙ্গে ও নির্ভুলভাবে পরিবর্তন করেছেন। প্রাণবিজ্ঞানের ওপর তাদের উদ্ভাবিত এই প্রযুক্তির প্রভাব অকল্পনীয়।

Development by: webnewsdesign.com