রংপুরে পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী ফ্রি ক্যাম্পিং

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৩৮ অপরাহ্ণ

রংপুরে পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী ফ্রি ক্যাম্পিং
apps

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন হয়েছে রংপুরের পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নে দিনভর সেখানে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পত্র বিতরণ করা হয়।

 

রংপুরের রেইনবো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে স্থানীয় কুতুবপুর মাদ্রাসা মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাজহারুল আনোয়ার মোরশেদ।

বক্তব্য রাখেন রেইনবো ক্নিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদা, সাংগঠনিক সম্পাদক মোজাহার আলী মন্ডলসহ অন্যান্যরা।

ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনভর স্থানীয় দুস্থ ও অসহায় মানুষেরা ফ্রি চিকিৎসা এবং ওষুধ গ্রহন করেন। বিশেষজ্ঞ ডাক্তারদের ফ্রি চিকিৎসা পত্র এবং ওষুধ পেয়ে খুশি এখানকার দুস্থ মানুষেরা। প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ব্যতিক্রমী আয়োজন করে রেইনবো ক্লিনিক এন্ড ডায়াগোনোস্টিক সেন্টার।

Development by: webnewsdesign.com