যে কারণে ফেসবুক থেকে বিদায় নিতে চান খালেদা জিয়ার প্রেস সচিব ‘মারুফ’

রবিবার, ২১ মার্চ ২০২১ | ১০:৩৩ পূর্বাহ্ণ

যে কারণে ফেসবুক থেকে বিদায় নিতে চান খালেদা জিয়ার প্রেস সচিব ‘মারুফ’
মারুফ কামাল খান সোহেল। ফাইল ছবি
apps

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল আর ফেসবুকে থাকতে চান না। তিনি ভাবছেন ফেসবুক থেকে বিদায় নেওয়ার কথা।

কিন্তু কেন তিনি ফেসবুক থেকে বিদায় নিতে চান? এর উত্তর তিনি দিয়েছেন। শনিবার (২০ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্টে মারুফ কামাল খানলিখেছেন, ‘বেয়াদব, ধান্দাবাজ, ইতর, ফালতু, দালাল, চামচা, অতিবিপ্লবী, মূর্খ, হঠকারী, ভণ্ড, জোচ্চোর ও মহাপণ্ডিতদের দৌরাত্ম্যে শেষ অব্দি ফেসবুকও ছাড়ব কি না ভাবছি।’

তার এই পোস্টে বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতাকর্মীরা। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিনা সুলতানা নিশিতা লিখেছেন, ‘না ভাইয়া ফেসবুক ছাড়া যাবে না, তারাতো চান আপনার মতো যারা সত্যের পক্ষে অবস্থান নিল তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও না থাকেন, সত্য তুলে না ধরেন, তাদের এই অসত্যের রাজার রাজত্বে তারাই থাকবেন।’

ছাত্রদলের সাবেক আরেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এজমল হোসেন পাইলট লিখেছেন, ‘আমরা চাই আপনি থাকুন। আমরা অল্প কিছু হলেও তো আছি, পাশে।’

‘ধৈর্য ধৈর্য ধৈর্য,’- লিখেছেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি শিরিন সুলতানা।

Development by: webnewsdesign.com