গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যেকোনো নির্বাচন শুরুর আগেই নির্বাচনে হেরে যায় বিএনপি। ইতিহাসে একটি ব্যর্থ রাজনৈতিক দল বিএনপি।
দলের ২১তম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর জাতীয় সম্মেলনে গঠিত দলের নব নির্বাচিত কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া পড়া হয়।
এরআগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিটি নির্বাচন নিয়ে বিএনপির নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জিতবে না জেনেই ইভিএম নিয়ে নানা ধরনের কথা বলছে।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত যৌথ সভা করেন আওয়ামী লীগ সভাপতি।
Development by: webnewsdesign.com