যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের ৩ ‘ভাই

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১০:৫৮ পূর্বাহ্ণ

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের ৩ ‘ভাই
apps

জাতীয় কংগ্রেসের ১ বছর পরে ঘোষণা করা হল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি। গতকাল (শনিবার) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

এইবারের কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের তিন উদিয়মান রাজনৈতিক মুখের স্থান হয়েছে। তবে তারা সবাই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।

সংগঠনে আগে থেকেই সভাপতি হিসাবে আছেন শেখ ফজলে শামস পরশ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই ঢাকা দক্ষিন সিটির মেয়র ফজলে নূর তাপস।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি তিনি। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নাইম।

পারিবারিকভাবে শেখ ফজলে ফাহিম হচ্ছেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের আপন চাচাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আপন ছোট ভাই হন এই শেখ ফজলে ফাহিমের বাবা শেখ ফজলুল করিম সেলিম।

আবার বঙ্গবন্ধু পরিবারের অপর সদস্য, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সনও এবারের যুবলীগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। নিক্সনের দাদি ফাতেমা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আপন বড় বোন। সেই হিসাবে তিনি বঙ্গবন্ধুর নাতি হন।

এছাড়া বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ সোহেল এবারের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন।

সব মিলিয়ে এইবারের যুবলীগের কমিটি অনেক চমক দিয়েছে জনগনকে। ব্যারিস্টার সুমনের রাজনীতিতে পরিচিতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের জায়গা পাওয়াটাও বুঝিয়ে দেয় রাজনীতি আসলেই রাজার নীতি।

Development by: webnewsdesign.com