যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৮:৩৮ অপরাহ্ণ

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন
apps

এক বছর আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঘোষিত কমিটিতে ঠাঁই হয়েছে ২০১ জনের। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি।

এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিক।

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন সিলেট বিভাগের একাধিক নেতা। শনিবার (১৪ নভেম্বর) বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু মিয়া।

তাৎক্ষণিক তালিকায় সিলেট বিভাগের এই নেতাদের নাম নিশ্চিত হওয়া গেছে।

Development by: webnewsdesign.com