যুদ্ধবিমান এফ-১৬ কেনায় তুরস্কের অনুরোধে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

বুধবার, ০৬ জুলাই ২০২২ | ৭:৩৪ অপরাহ্ণ

যুদ্ধবিমান এফ-১৬ কেনায় তুরস্কের অনুরোধে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র
apps

যুদ্ধবিমান এফ-১৬ কেনায় তুরস্কের অনুরোধে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের ‍মুখপাত্র কারিন পিয়ের বলেন, তুরস্কের এফ-১৬ নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এটা নিয়ে বেশ কিছু সময় যাবত তুরস্কের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেন, কয়েক মাস আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। সুতরাং এখানে নতুন কিছুই নেই। প্রেসিডেন্ট জো বাইডেন এটা সমর্থন করেছেন।

গত সপ্তাহে মাদ্রিদে ন্যাটো সম্মেলনের এক ফাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বৈঠক করেন। সেখানে বাইডেন বলেন, তুরস্কের কাছে আমাদের এফ-১৬ বিক্রি করা উচিত। এর জন্য কংগ্রেসের সমর্থন আদায়ে তিনি সক্ষম হবেন বলেও মন্তব্য করেন।

তবে ডেমোক্রেটিক কিছু আইনপ্রণেতা বাইডেনের এই মন্তব্যের সমালোচনা করেন। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে ৪০টি লকহিড মার্টিন নির্মিত এফ-১৬ যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখিয়েছে।

Development by: webnewsdesign.com