যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব খারাপ, বললেন ইউক্রেনের সংসদ সদস্য

শনিবার, ১৪ মে ২০২২ | ১:৫৬ অপরাহ্ণ

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব খারাপ, বললেন ইউক্রেনের সংসদ সদস্য
apps

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব খারাপ, বললেন ইউক্রেনের সংসদ সদস্য ইউক্রেনের একজন সংসদ সদস্য (এমপি) যুক্তরাষ্ট্রকে ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন।

ওলেকজান্ডার উস্তিনোভা নামে ইউক্রেনের এই এমপি ওয়াশিংটনে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের বলেন, ফ্রন্টলাইন এখন নরক। শুরুর থেকে এখন আমরা অনেক মানুষ হারাচ্ছি।

ওই বৈঠকে দারিয়া কালেনিউক নামে ইউক্রেনের সিভিল সোসাইটির একজন নেতৃত্বস্থানীয় অ্যাকটিভিস্ট বলেন, সোভিয়েত সমরাস্ত্র দিয়ে আমরা এই যুদ্ধে জিততে পারব না। কারণ, রাশিয়ার অধিক পরিমাণ সোভিয়েত সমরাস্ত্র রয়েছে।
রাশিয়ার অধিক জনবল, অধিক সৈন্য রয়েছে মন্তব্য করে তিনি বলেন, সমরাস্ত্র পাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। ইউক্রেন এখন আর সোভিয়েত আমলের মিগ যুদ্ধবিমান চায় না উল্লেখ করে ইউক্রেনের নাগরিক সমাজের এই কর্মী বলেন, যুদ্ধের অবস্থা পরিবর্তন হয়েছে।

সূত্র: সিএনএন

 

Development by: webnewsdesign.com