হু হু করে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। গত শুক্র ও শনিবার দেশটিতে যথাক্রমে ৮৪ হাজার ২৪৪ জন ও ৭৯ হাজার ৮৫২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে করোনা সংক্রমণের এই রেকর্ড ভোট বাক্সে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
যে পাঁচ অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে সে রাজ্যগুলো হলো- ওহায়ো, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। গত কয়েক দিনেই হাসপাতালে উপচেপড়া ভিড়ের চেনা ছবিটা ফিরে এসেছে। সে সঙ্গে বাড়ছে মৃত্যুও।
Development by: webnewsdesign.com