যুক্তরাষ্ট্রে এক দশক পর পোলিও রোগী শনাক্ত

শুক্রবার, ২২ জুলাই ২০২২ | ৩:১২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে এক দশক পর পোলিও রোগী শনাক্ত
apps

যুক্তরাষ্ট্রে প্রায় এক দশক পর শনাক্ত হলো পোলিও আক্রান্ত এক রোগী। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর ইউএসএ টুডের।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রাপ্ত বয়স্ক এক তরুণের শরীরে শনাক্ত হয়েছে পোলিও ভাইরাস। পক্ষাঘাত গ্রস্ত হয়ে পড়েছেন তিনি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শৈশবে পোলিও প্রতিষেধক কোনো টিকা নেননি ওই ব্যক্তি। ফলে ভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসার মাধ্যমে সংক্রমিত হয়েছেন ওই তরুণ।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোলিও আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। ১৯৫৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে শিশুদের গণহারে পোলিও টিকা দান কর্মসূচি শুরু হয়। ৭৯ সালে যুক্তরাষ্ট্রকে পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয়। বর্তমানে দেশটির কমপক্ষে ৯৩ শতাংশ শিশু পোলিওর অন্তত তিন ডোজ টিকা গ্রহণ করে।

Development by: webnewsdesign.com