‘যুক্তরাষ্ট্রের অস্ত্রে ভরপুর’ গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | ৪:৫৬ অপরাহ্ণ

‘যুক্তরাষ্ট্রের অস্ত্রে ভরপুর’ গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার
apps

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের দক্ষিণ দিকের শহর জাপোরিঝঝিয়ায় একটি অস্ত্রের গুদামে কালিবার মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে। এ হামলায় অস্ত্রের গুদামটি ধ্বংস হয়ে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই অস্ত্র গুদামটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোর পাঠানো অস্ত্র মজুদ করা ছিল।যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো ইউক্রেনকে অস্ত্রগুলো পাঠায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, মঙ্গলবার সারা রাত হামলা চালিয়ে ইউক্রেনের ৫৯টি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাদের বাহিনী।

তবে রাশিয়ার এমন দাবির পর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। গণমাধ্যমগুলো জানিয়েছে, তারাও রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরে অব্যহতভাবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।রাশিয়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে আর কোনো অস্ত্র না পাঠাতে অনুরোধ জানায়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র ঢোকা মাত্র সেগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: আল জাজিরা

Development by: webnewsdesign.com