যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ১৮ বছর বয়স পর্যন্ত গণিত পড়তে হবে, পরিকল্পনা ঋষি সুনাকের

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ১৮ বছর বয়স পর্যন্ত গণিত পড়তে হবে, পরিকল্পনা ঋষি সুনাকের
যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ১৮ বছর বয়স পর্যন্ত গণিত পড়তে হবে, পরিকল্পনা ঋষি সুনাকের
apps

যুক্তরাজ্যে ১৮ বছর বয়স পর্যন্ত সব শিক্ষার্থীকে কোনো না কোনোভাবে গণিত পড়তে হবে। এমনটাই পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২৩ সালে প্রধানমন্ত্রী ঋষি যে বিষয়গুলোয় অগ্রাধিকার দিচ্ছেন, তার মধ্যে এটিও রয়েছে। এ ছাড়া তিনি এখন গুরুত্ব দিচ্ছেন দেশটির জীবনযাত্রার ব্যয় সংকট ও ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর সৃষ্ট চাপ দূর করার বিষয়ে।

ঋষি সুনাকের মতে, ১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের মাত্র অর্ধেক অংশ গণিত বিষয়ে পড়াশোনা করেন। এর মধ্যে বিজ্ঞানে অধ্যয়ন করা শিক্ষার্থী ও যারা ইতিমধ্যে বাধ্যতামূলক জিসিএসই করে কলেজে পড়ছেন, তারাই আছেন। তবে এ ক্ষেত্রে বি-টেকসহ মানবিক ও সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের গণিত অধ্যয়ন করতে হবে কি না, তা স্পষ্ট নয়।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, সরকার বিদ্যমান যোগ্যতা বাড়াতে উদ্ভাবনী বিকল্পের বিষয় নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রী চলতি পার্লামেন্টে এসব পরিকল্পনার কাজ শুরু করবেন এবং আগামী সাধারণ নির্বাচনের পর শেষ করবেন বলে আশা করা হচ্ছে।
দ্য অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজের নেতারা বলছেন, দেশে গণিতের শিক্ষকের দীর্ঘস্থায়ী সংকট আছে। এদিকে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গণিত অধ্যয়নের জন্য কীভাবে অর্থায়ন করা হবে, তা প্রধানমন্ত্রী ঋষিকে জানানোর আহ্বান জানিয়েছেন লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন। সূত্র: বিবিসি

Development by: webnewsdesign.com