যা করবেন ঝড়ের রাতে সুরক্ষিত থাকতে

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ১:৫৬ অপরাহ্ণ

যা করবেন ঝড়ের রাতে সুরক্ষিত থাকতে
apps

ভারতের ওড়িশা উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’ ‍। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ‍্যে এই ঘূর্ণিঝড় স্থলভাগেও চালাতে পারে তাণ্ডবলীলা। এমনটিই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

এদিকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে মোংলা উপকূলীয় এলাকায়। ঝড়ের রাতে সুরক্ষিত থাকতে কিছু সাবধানতা অবম্বন করা জরুরি। দুর্যোগের সময় সুরক্ষিত থাকতে কিছু বিষয়ে নজর দেওয়া জরুরি।

) জরুরি নথিপত্র এবং মূল‍্যবান সামগ্রী সুরক্ষিত স্থানে তুলে রাখুন, কোনোভাবেই সেগুলো জানালার আশেপাশে রাখা ঠিক হবে না।

২) প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত খাবার ও পানি সংরক্ষনে রাখুন। প্রয়োজনে কাজে আসবে। দুর্যোগ মাথায় নিয়ে বাইরে বেরোনোও বিপদের।

৩) দুর্যোগে কোনো খাবার খাবেন না, যা শরীরখারাপের কারণ হতে পারে। বিপর্যয়ের সময় অসুস্থ হয়ে পড়লে মুশকিল হবে। তাই সুস্থ থাকার চেষ্টা করুন।

৪) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সংবাদমাধ‍্যমের আবহাওয়া সংক্রান্ত খবরে চোখ রাখুন।

৫) সেক্ষেত্রে প্রশাসনের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর জেনে নিন। সমস‍্যা হলে ফোন করে জানাতে পারবেন।

৬) দুর্যোগের রাতে মোবাইল ফোন আগেই চার্জ দিয়ে রাখুন। বিপদের সময় ফোন বন্ধ থাকলে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হবে।

Development by: webnewsdesign.com