যশোরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ১১:১৭ পূর্বাহ্ণ

যশোরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার
apps

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে আরও ৬১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারকে উপহারের ঘর দেয়া হবে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) কাজী সায়েমুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, এর আগে ১ম ও ২য় ধাপে জেলার ১ হাজার ১শ’ ৮১জন পরিবার ঘর বুঝে পেয়েছেন। সেখানে তারা বসবাস করছেন।

কাজী সায়েমুজ্জামান আরও জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে ২৫ এপ্রিল দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Development by: webnewsdesign.com