মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা

শনিবার, ১৫ জুন ২০২৪ | ৩:৫৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা
মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা
apps

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২৩৫৯) এর অন্তর্ভুক্ত চাঁদনীঘাট সিএনজি ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৪ জুন সন্ধ্যায় শহরের কুলাউড়া রোডস্থ চাঁদনীঘাট শ্রমিক পরিচালনা কমিটির অফিসে চাঁদনীঘাট ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হায়দার খান এর সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং: বি-২১৮১) এর কার্যকরী সভাপতি আজিজুল হক সেলিম, বিশেষ অতিথি মৌলভীবাজার অটো টেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং: চট্ট-২৩৫৯) এর সভাপতি মো. পাবেল মিয়া।

এছাড়াও অন্যান্যদের মধ্যে চাঁদনীঘাট শ্রমিক পরিচালনা কমিটির সহ-সভাপতি আনকার মিয়া, সহ সম্পাদক নিজাম উদ্দিন আউলিয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সল মিয়া, কোষাধ্যক্ষ সম্পাদক মিন্টু মিয়া, মিজানুর রহমান, লাইন সম্পাদক আজাদ মিয়া, সদস্য শওকত মিয়া, ইবরাহিম মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আজিজুল হক সেলিম বলেন, অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দরা বাড়ি-গাড়ি বানায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কেননা সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থপ্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা শ্রমিকদের পুনরায় ফিরিয়ে দেয়া হয়। শ্রমিকদের সুসংগঠিত করার জন্য আমরা সংগঠন করি নিজের চাহিদার জন্য নয়।

Development by: webnewsdesign.com