মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ২:২৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
apps

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নম্বর চট্ট- ১২২৩ এর অন্তর্ভুক্ত) বাস মিনিবাস কার ও মাইক্রোবাস শেরপুর আঞ্চলিক শাখার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুশৃঙ্খলভাবে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর সভাপতি ও নির্বাচন কমিশনার ফজলু আহমেদ।

জানা যায়, শেরপুর আঞ্চলিক শাখার পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী কমিটির ১৩টি পদে মোট ২২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এরমধ্যে ৪জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবং ৩৭৬টি ভোট প্রয়োগ করা হয়।

এর মধ্যে সভাপতি পদে মো. ফারুক হোসেন ছাতা প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মিয়া আনারস প্রতীকে ১৮২ ভোট পান।

সম্পাদক পদে মো. জুয়েল রানা মই প্রতীকে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোরগ প্রতীকে ১৩৯ ভোট পান।

এছাড়াও কার্যকরী সভাপতি পদে মো. লায়েল আহমদ, সহ-সভাপতি মো. সুফিয়ান আহমদ নেপুর, সহ-সম্পাদক রিপন মাহমুদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. জিলাদ মিয়া, অর্থ সম্পাদক সৈরত আলী, দপ্তর সম্পাদক আব্দুস সহিদ, লাইন সম্পাদক মামুন মিয়া, প্রচার সম্পাদক মামুন মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যকরী সদস্য আক্তার হোসেন, আলমগীর হোসেন ও আল আমিন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য- নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল ও ইসমাইল হোসেনসহ সঙ্গীয় পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

Development by: webnewsdesign.com