মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
apps

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলের ওপর আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে মৌলভীবাজার শহরের বেরীলেক, কুসুমবাগ ও সদর হাসপাতালের সংযোগ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মোটরযান চলাচলের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ১৪ টি মামলায় ৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) একটি চৌকস বাহিনী।

Development by: webnewsdesign.com