মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | ১২:৫২ অপরাহ্ণ

মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
apps

মৌলভীবাজারে’নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচারনা ও দক্ষতা উন্নয়ন,শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১৭মে) বুধবার দুপুরে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের হল রুমে ’নিরাপদ অভিবাসন বিষযক প্রচারনা ও দক্ষতা উন্নয়ন,শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম । বিশেষ অতিথি ছিলেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান।

বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,আকমল হোসেন নিপু,হোসাইন আহমদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ এম,এ হামিদ,মোশাহিদ আহমদ প্রমূখ। সেমিনারে বিদেশ গমনকারী কর্মী,ইমাম.সরকারী কর্মকর্তা,সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।সেমিনারে বক্তারা বিদেশ গমনকালে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Development by: webnewsdesign.com