মৌলভীবাজারে তরুণ আলেম সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ৭:৫১ অপরাহ্ণ

মৌলভীবাজারে তরুণ আলেম সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
apps

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পৈশাচিক নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও করে জাহিলিয়াতকে হার মানানো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির চূড়ান্ত আইন বাস্তবায়ন করার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকাল ৫ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মৌলভীবাজারের তরুণ আলেম সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজারএর ভাইস প্রিন্সিপাল তরুণ আলেম মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ এর সভাপতিত্বে ও মীরপুর হুসাইনিয়া মাদরাসার নির্বাহি মুহতামিম তরুণ আলেম হাফিজ মাওলানা আজফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আহমদ বিলাল, মাওলানা আসজাদ বর্ণভী, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ আলেম মাওলানা সৈয়দ সাইফুর রহমান, জামেয়া দ্বীনিয়ার প্রিন্সিপাল তরুণ আলেম মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, তরুণ আলেম মাওলানা শাহ মাহমুদুর রশিদ, মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল ইসলাম, তরুণ আলেম মাওলানা আহমদ হুসাইন, মাওলানা আরিফ আহমদ চৌধুরী, হাফিজ হাসান আহমদ চৌধুরী, হাফিজ রিয়াজুল হাসান সেজুল, মাওলানা মোঃ ফজলুর রহমান হেলালী, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার প্রমূখ।

বক্তাগণ যার যার অবস্থান থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলার জমিনে আর কোনো মা,বোন লাঞ্ছিত যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান।

Development by: webnewsdesign.com