মৌলভীবাজারে জাসদ’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে জাসদ’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাসদ'র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
apps

মৌলভীবাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনভর প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন ছিল।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়াম এসে শেষ হয়।

জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল এর সঞ্চালনায় ও জেলা জাসদের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে ২০২২ পর্যন্ত জাসদ গৌরবোজ্জ্বল সংগ্রামের ৫০ বছর অতিক্রম করে এসেছে। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক হলো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা করা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানো, দুর্নীতি ও বৈষম্যের অবসান এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়া।

Development by: webnewsdesign.com