মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
apps

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজার, রবিরবাজার, আমতলা বাজারসহ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারে অবস্থিত ফয়সল মিয়া ষ্টোরকে ২ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত বন্ধু ফার্মেসীকে ৩ হাজার টাকা, আমতলা বাজারে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পরিচালিত অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Development by: webnewsdesign.com