মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

শনিবার, ১৮ জুন ২০২২ | ৯:২৯ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
apps

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ফানাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতটি গ্রাম।শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজিব আলীর বাড়ির পাশ দিয়ে ২০/২৫ ফুটের মতো বাঁধ ভেঙে গিয়ে বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, পানি উন্নয়নের লোকজন আসলেই তারা ঘটনাস্থলে রওয়ানা দিবেন। তিনি বলেন, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী হাতে আছে, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, পিআইও শিমুল আলীকেও সাথে নিয়ে ঘটনাস্থলে যাবেন।

Development by: webnewsdesign.com