মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সোমবার, ১৫ মে ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
apps

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় সোমবার (১৫ মে ) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচালিত অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যে মিশ্রণ করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার ভানুগাছ বাজারে অবস্থিত তৃষা আইসক্রীম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা, পাল এন্ড সন্সকে ১ হাজার টাকা, পানাহার হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Development by: webnewsdesign.com