মোড়েলগঞ্জে পঞ্চকরণে ২ কোটি ৩২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

শনিবার, ১২ জুন ২০২১ | ৩:৩৪ অপরাহ্ণ

মোড়েলগঞ্জে পঞ্চকরণে ২ কোটি ৩২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
apps

বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে ২ কোটি ৩২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভায় বাজেট ঘোষণা করেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার।

এ বারে বাজেটে সর্বোচ্চ যোগাযোগ ও গ্রামীন অবকাঠামো উন্নয়নে বরাদ্ধ রাখা হয়েছে ৬০ লাখ টাকা, স্বাস্থ্যখাতে ১১ লাখ পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় ২ লাখ টাকা রাখা হয়েছে। গত বছরের চেয়ে বসতবাড়ির কর আদায়ের ১ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে।

এ উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, কামরুল ইসলাম মুন্সি, মহিদুল ইসলাম মইনুল, জলিল খান, পংকজ চন্দ্র ঘরামী, রেশমা বেগম, শ্যামলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম খান, যুবলীগের আহবায়ক বদিউজ্জামান মজুমদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সর্ম্পকে বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, মহামারি করোনার মুর্হুতে এ বারে উন্মুক্ত বাজেটে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি গ্রাম হবে শহর সে ক্ষেত্রে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্ধ রাখা হয়েছে।

Development by: webnewsdesign.com