মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

শনিবার, ১৬ জুলাই ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
apps

রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাস চাপায় জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউপির কুরকুচি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ঈদ পালনে ছুটিতে বাড়িতে এসেছিলেন।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, জুয়েল নওগাঁ হতে রাজশাহী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাসের সাথে মোটরসাইকেলের সামনাসামনি ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসা নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রুমাকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এদিকে, দুর্ঘটনার পর বাস চালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে গেলে মোহনপুর থানা পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়।মোহনপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহেদ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com