মোশাররফ রুবেলের স্বপ্ন পূরণ করতে চান তার স্ত্রী

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | ১:৪৬ অপরাহ্ণ

মোশাররফ রুবেলের স্বপ্ন পূরণ করতে চান তার স্ত্রী
apps

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেটার মোশাররফ রুবেল। প্রয়াত এই টাইগার ক্রিকেটারের ইচ্ছা ছিল নিজের ছেলে রুশদানকেও ক্রিকেটার বানাবেন। স্বামীর সেই স্বপ্ন পূরণ করতে চান রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা।

গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেলের স্ত্রী চৈতি বলেন, ‘ছেলেকে ভালো ক্রিকেটার বানানোর ইচ্ছা ছিল রুবেলের। তাকে ক্রিকেটার বানাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’ এদিন রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে দেখা করতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ছোট্ট রুশদানের জন্য জায়নামাজ, ব্যাট, বল, স্টাম্পসহ ক্রিকেটের সব সরঞ্জামাদি উপহার হিসেবে নিয়ে যান মেয়র। মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রুবেলের স্ত্রী যেন আমাকে পরিবারের সদস্য ভাবে।

রুবেলের স্ত্রীর প্রত্যাশা, দুঃসময়ে মেয়রের সঙ্গে বিসিবিকেও পাশে পাবেন তারা। চৈতি বলেন, ‘মেয়র বলেছেন, পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়তো বিসিবিকেও পাশে পাব।’ রুবেলের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন চৈতি। তিনি বলেন, ‘রুবেল কেমন মানুষ ছিল এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক ছিল

একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার এত সুন্দরভাবে শুরু হল আবার শেষও হয়ে গেল। সব কিছু এত শূন্য। এভাবেই হয়তো আমাদেরকে বাঁচতে হবে।’

Development by: webnewsdesign.com