মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৭ই মার্চ দিবস পালিত

সোমবার, ০৮ মার্চ ২০২১ | ৪:১০ অপরাহ্ণ

মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৭ই মার্চ দিবস পালিত
apps

বাগেরহাটের মোরেলগঞ্জে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী ৭ই মার্চ পালিত হয়েছে । রবিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ও পরে মুর‌্যালে উপজেলা প্রশাসন ও মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পমাল্য অর্পণের মধ্যেমে শ্রদ্ধানিবেদন করা হয়। পরে শেখ মজিবুর রহমানসহ নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয় দিবসটি উপলক্ষ্যে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বির্তক প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্ আলম বাচ্চু উপজেলা, নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক , ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ডা. মোসলেম উদ্দিন, শাহ আলম হাওলাদারসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

অপরদিকে বাংলাদেশ সকল থানা একযোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশ আনন্দ উদযাপন করেছে। তার অংশ হিসেবে মোরেলগঞ্জ থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার বিকালে আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে যথাযোগ্য মর্যদার সহিত দিবসটি উদযাপন করেন।

Development by: webnewsdesign.com