মেসি ইস্যুতে অবশেষে মুখ খুললেন ম্যানসিটি কোচ গার্দিওলা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৮ পূর্বাহ্ণ

মেসি ইস্যুতে অবশেষে মুখ খুললেন ম্যানসিটি কোচ গার্দিওলা
apps

প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে শিগগিরই। এই মুহূর্তেও ফুটবল বিশ্বে সবচেয়ে বড় খবর লিওনেল মেসির দলবদল। সদ্য শেষ হওয়া মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন এমন খবর রটেছিল। তবে নানা জল্পনা শেষে বার্সাতেই থেকে গেছেন লিওনেল মেসি। কিন্তু কেন বার্সা ছেড়ে ম্যানসিটিতে যাননি মেসি, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

গার্দিওলা বলেন, ‘আমার কিছু ব্যাখ্যা করে বলার দরকার নেই। মেসি সবকিছু সুন্দর করেই ব্যাখ্যা করেছে। আমার মনে হয়, আমার আর কিছু যোগ করার প্রয়োজন নেই।

মেসি বার্সা না ছাড়ার পেছনের কারণ হিসেবে বলেছেন, বার্সেলোনাকে ভালোবাসেন বলে, প্রিয় ক্লাবের বিপক্ষে আইনী লড়াইয়ে যেতে চাননি। আর তাই বার্সেলোনাতে আরেক মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে গার্দিওলা জানালেন, তিনিও ক্লাব বার্সেলোনাকে ভালোবাসেন। তার ভাষ্যে, ‘এখানে নতুন করে কিছু বলার নেই, বা যোগ করারও নেই। সে এফসি বার্সেলোনার একজন ফুটবলার, যে ক্লাবকে আমিও অনেক ভালোবাসি।’

এদিকে সামনের মৌসুমে চাইলে মেসিকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর সুযোগ থাকবে গার্দিওলার সামনে। তখন ছয়বারের এই ব্যালন ডি’অর জয়ী তারকাকে ম্যানসিটির আকাশি-নীল জার্সিতে দেখা যাবে কিনা, এমন প্রশ্নও সামনে চলে আসে। তবে গার্দিওলা কৌশলী উত্তরে বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এই প্রশ্ন মেসির জন্য। আমি অন্যের ইচ্ছার বিষয়ে কিছু বলতে পারবো না।’

Development by: webnewsdesign.com